১৮ মার্চ ২০২১, ১৯:৫৮
৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে: প্রাথমিক সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম বলেছেন, আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ক্লাস শুরু করা হবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যাল বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেক বিষয়ে পড়ানো হয়নি। তাই গত বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবছরের পাঠ্যসূচিতে যুক্ত করা হচ্ছে। নতুন বছরের তিনমাস অতিক্রম হতে চলেছে। ফলে ছাত্র-ছাত্রীদের সাময়িক পরীক্ষা নেয়াটা কঠিন।