নকল ওয়েবসাইট খুলে প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের তথ্য আহবান: ডিপিই

নকল সেই ওয়েবসাইটের হোমপেজ
নকল সেই ওয়েবসাইটের হোমপেজ  © সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আর কোনো প্রস্তাব বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি http://bprimaryschool.org/ নামে একটি নকল ওয়েবসাইট খুলে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য তথ্য আহবানকে বিভ্রান্তি উল্লেখ করে এতে প্ররোচিত না হতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ডিপিই জানিয়েছে, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী ও ডিপিই মহাপরিচালকের ছবি ব্যবহার করে http://bprimaryschool.org/ নামে একটি নকল ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহবান করে।
 
“এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ডিপিই কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি ও যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।”
 
ডিপিই জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে তা স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব বিবেচনার কোনো সুযোগ নেই।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সূত্রে জানা যায়, কোনো কোনো স্বার্থান্বেষী মহল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ সংগ্রহ করা হচ্ছে যা সম্পূর্ণ অবৈধ ও অনভিপ্রেত। এ ধরনের ওয়েবসাইট খোলা তারই বহিঃপ্রকাশ। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
 
এদিকে, http://bprimaryschool.org নামক নকল ওই ওয়েবসাইটের একটি নোটিশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন সেসব তথ্য দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে কতটি বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের বাইরে রয়েছে সেই তথ্য নির্ণয় করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে এতে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ