১০ হাজার স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছে ডিপিই

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

বাগান করার ৫ হাজার টাকা দিতে ১০ হাজার ৪০৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অগ্রাধিকার ভিত্তিতে ৪টি ভাগ করে বিভাগীয় উপপরিচালকদের এসব স্কুলের ব্যাংক হিসাব নম্বর পাঠাতে বলা হয়েছে।

গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) বিভাগীয় উপপরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ডিপিই।

বাংলাদেশ স্কাউটসের একটি প্রকল্পের অর্থায়নে আগামী চার বছরে ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি স্কুলে একটি ছোট গার্ডেন তৈরি করা হবে এবং চারটি ফলজ গাছের চারা লাগানো হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোর কাব স্কাউট দল এ বাগানের পরিচর্যা করবেন। এ কর্মসূচির জন্য প্রতিটি স্কুলকে দেয়া হবে পাঁচ হাজার টাকা। 


সর্বশেষ সংবাদ