প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্যপদের তথ্য জানতে চেয়েছে সরকার। বিদ্যালয়গুলো নির্ধারিত ছকে তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এতে স্বাক্ষর করেছেন।

আদেশে বলা হয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয় ভিত্তিক শূন্যপদের তথ্য আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

যে ইমেইলে তথ্য পাঠাতে হবে: adgdpe@gmail.com, dirpolicydpe@gmsil.com এবং dpeadbidda@gmail.com।


সর্বশেষ সংবাদ