ছোট বাগান হবে ১০ হাজার স্কুলে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার বছর মেয়াদি গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে ডিপিই।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্টাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ।

এ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছোট বাগান তৈরি, চারটি ফলজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ