প্রাথমিকের সব শিক্ষককে ১৩তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

দেশের সব সরনকারি প্রাথমিক বিদ্যারয়ের শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষাকদের ১৩তম গ্রেডে বেতন দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস ফিন্যান্স অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দিতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। সেই পত্র গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস ফিন্যান্স অফিসারকে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ওই সম্মতিপত্রে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৬ এর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে বেতনক্রম নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।


সর্বশেষ সংবাদ