ইবতেদায়ি শিক্ষার্থীদের তথ্য চেয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থী
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থী  © ফাইল ফটো

ইবতেদায়ি শিক্ষার্থীদের শ্রেণি রোলের পরিবর্তে ইউনিক আইডি নাম্বার দিতে ছাত্র-ছাত্রীদের তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীতের তথ্য চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠিয়েছে।

শিক্ষার্থীদের বিভাগ, জেলা, উপজেলা মাদরাসার নাম ও ঠিকানা উল্লেখ করে, ইআইআইএন নম্বর, কতজন ছাত্রী, কতজন ছাত্র ও ইবতেদায়ি স্তরে মোট কতজন শিক্ষার্থী আছে তা নির্ধারিত ছকে লিপিবদ্ধ করে মাদ্রাসা প্রধানের ফোন নম্বরসহ পাঠাতে বলা হয়েছে।