অভিন্ন শহীদ মিনার হবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে অভিন্ন শহীদ মিনার তৈরি করবে সরকার। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ওপর ছেড়ে দেয়ায় একেকটি বিদ্যালয়ে শহীদ মিনারের একেক রকম ডিজাইন হয়েছে। সেজন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা হবে। এজন্য কেন্দ্রীয়ভাবে একটি নকশা তৈরি করে সেটি সব বিদ্যালয়ে পাঠানো হবে।

ডিপিই সূত্রে জানা গেছে, অভিন্ন শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিভাগীয় সকল উপ-পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ