উপবৃত্তি পোর্টালে ডাটা এন্ট্রির সময় বাড়াবে না

  © লোগো

আগামী ১৭ জানুয়ারির মধ্যেই উপবৃত্তি পোর্টালে ডাটা এন্ট্রি করতে হবে। এরপর আর সময় আর বাড়ানো হবে না। তাই ১৭ জানুয়ারির মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও নগদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্শেনা দেওয়া হয়। রবিবার (১০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, “আগামী ১৭ জানুয়ারির মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের চতুর্থ কিস্তি (এপ্রিল থেকে জুন) উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে সুবিধাবৈাঘীদের তথ্যগুলো প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি প্রকল্পের ‘পিইএসপি নগদ পোর্টাল’ –এ লাইভ এন্ট্রিসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকল যাচাই-বাছাই কার্যক্রম আশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এ সময়সীমা আবার বৃদ্ধি করার কোনও সুযোগ নেই। এ বিষয়ে নগদ এবং মাঠ পর্যযায়ের সব কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার জন্য বলা হলো।”


সর্বশেষ সংবাদ