ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

 মো. জাকির হোসেন
মো. জাকির হোসেন  © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শীতে যেন অসহায়দের কষ্টে দিনাতিপাত করতে না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। অসহায়দের ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।

রবিবার (২৭ ‍ডিসেম্বর) কুড়িগ্রামের চিলমারী উপজেলার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের মাঝে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চিলমারী উপজেলা অফিস ভবনের উদ্বোধন করেন।


সর্বশেষ সংবাদ