প্রাথমিকের শিক্ষা ও পিটিআই কর্মকর্তাদের বদলি মন্ত্রণালয় থেকে

  © লোগো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বদলি সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, এসব কর্মকর্তাদের বদলী/পদায়নের প্রস্তাব মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি/পদায়নের বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলাে-

ক) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলী/পদায়ন বিষয়ে বিদ্যমান নীতিমালাটি যথাযথ ভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বাতিল করা হলাে।

খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলী/পদায়নের নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই সুপার, পিটিআই ইন্সট্রাক্টর ও ইউআরসি ইন্সট্রাক্টরগণের বদলী/পদায়ন সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে

গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়ােজনে বদলী/পদায়নের প্রস্তাব অনুমােদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করবে।


সর্বশেষ সংবাদ