নিজ নিজ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়ন

  © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি চলমান থাকায় চলতি বছর প্রাথমিকেও বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তার বদলে শিক্ষকদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মূল্যায়ন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার (২৩ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রাক্কালে গত ১৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান চলমান ছিল। পরবর্তী সময়ে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং শিক্ষকগণ কর্তৃক স্ব স্ব উদ্যোগে মােবাইল ফোন ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সম্পৃক্ত ছিলেন।

এ প্রেক্ষাপটে শিক্ষকগণ কর্তৃক তাঁদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়নের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে।