বদলির তদবির নিয়ে ডিপিইতে যাওয়া যাবে না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০২:০৬ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২০, ০২:০৬ PM
এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) মাঠ পর্যায়ে কর্মনত কর্মকর্তারা নিজেদের বদলির তদবির নিয়ে অধিধপ্তরে যেতে পারবেন না। রোববার (১৫ নভেম্বর) ডিপিই পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ডিপিইর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধি বিধানের পরিপন্থী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।
এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসার আগে নিয়ন্ত্রকারী কর্মকর্তা এবং অধিদপ্তরের পরিচালক প্রশাসনের পূর্বানুমতি ও ছুটি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।