২৫ অক্টোবর ২০২০, ১৮:২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হাসিবুল আলম

  © টিডিসি ফটো

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) গোলাম মো. হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ করেছে সরকার। আজ রবিবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

আগামী ৩১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আজ রবিবার (২৫ অক্টোবর) আলাদা আদেশে আকরাম-আল-হোসেনের পিআরএল মঞ্জুর করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আকরাম-আল-হোসেন অবসরোত্তর ছুটিতে গেলে নতুন নিয়োগ দেওয়া সচিব গোলাম মো. হাসিবুল আলম যোগদান করবেন।

গোলাম মো. হাসিবুল আলম ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৬৪ সালে নীলফামারী জেলায় জন্ম নেওয়া সিভিল সার্ভিসের এই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।