ডিপিএড’র ফল প্রকাশ ৪ অক্টোবর

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)  © ফাইল ফটো

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) এর ২০১৯-২০ শিক্ষাব‍‍র্ষের ফলাফল আগামী ৪ অক্টোবর প্রকাশ করা হবে বলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন এই ফলাফল ঘোষণা করবেন।

জানা গেছে, আগামী রবিবার সকাল ১১টায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মহাপরিচালক  মো. শাহ আলম এই ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট হস্তান্তর করবেন।

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাব‍‍র্ষের ১৪ হাজার ৭৩১ জন শিক্ষা‍র্থী ডিপিএড পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে তাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর জন্য এ বছরের ১৭ মা‍র্চ থেকে বিদ্যালয় বন্ধ থাকায় ৬৭ টি পিটিআই এর ইন্সট্রাক্টগণ এসব শিক্ষা‍র্থীদের অনলাইনে প্রয়োজনী সহাযোগিতা দেন। এছাড়াও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ১৫ হাজার শিক্ষা‍র্থীর ভাইবা অনলাইনে নেয়া হয়।


সর্বশেষ সংবাদ