২৫ আগস্ট ২০২০, ১৬:৪৭

পিইসি বাতিল, যেভাবে ষষ্ঠ শ্রেণিতে উঠবে শিক্ষার্থীরা

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতি  © ফাইল ফটো

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছর প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। এর পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানান, স্কুল খোলা সম্ভব হলে নিজ নিজ স্কুল ও মাদ্রাসা পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ করাতে পারবে। এ ক্ষেত্রে প্রশ্নপত্র স্ব স্ব প্রতিষ্ঠান করবে। তবে স্বাস্থ্যবিধি মেনে ওই মূল্যায়ন পরীক্ষা নিতে হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে এই ছুটি আরও বাড়ানো হবে। আগামী কয়েকদিনের মধ্যেই ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।