প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৯:১৩ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০৫:২৪ PM
মহামারি করোনাভাইরাসের কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরীক্ষা না নেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার (১৯ আগস্ট) প্রস্তাবটি পাঠানো হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ প্রস্তাবের সার-সংক্ষেপে স্বাক্ষর করেছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আগামী নভেম্বরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবের সারসংক্ষেপ তৈরি করেছি। আগামীকাল প্রধানমন্ত্রীর সম্মতির জন্য পাঠানো হবে। তার সিদ্বান্তের উপর নির্ভর করবে পরীক্ষা হবে কি হবে না।
করোনাভাইরাস মহামারীর কারণে মার্চের মাঝামাঝি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সংসদ টিভি ও রেডিওর মাধ্যমে পাঠদান করা হচ্ছে। এতে ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী পাঠদানের বাইরে রয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। করোনার পরিস্থিতি উন্নতি না হওয়ায় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভবনা নেই। এই পরিস্থিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালককে কর্মপন্থা চূড়ান্ত করার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠান দুটির বিশেষজ্ঞরা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। তার ভিত্তিতেই পরীক্ষা না নেওয়ার প্রস্তাব পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে।