সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছি না: প্রাথমিক সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১০:৪১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২০, ১০:৪১ PM
আগামী সেপ্টেম্বর মাসের আগে প্রাথমিক বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
মো. আকরাম-আল-হোসেন বলেন, সেপ্টেম্বর মাসের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো ইচ্ছা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেব।
জানা গেছে, আগামী ৬ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শেষ হবে। তবে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়বে বলে মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
সূত্র বলছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা সরকারের নেই। চলমান পরিস্থিতিতে অনলাইন প্লাটফর্ম আর সংসদ টেলিভিশনের মাধ্যমেই চলবে শিক্ষা কার্যক্রম। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এর আগে কোনো ঝুঁকি নিতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষ হতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। ছুটি শেষ হওয়ার আগেই আলোচনা করে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা কবে নাগাদ খোলা যাবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।