প্রাথমিকে প্যানেল থেকে নিয়োগের দাবিতে প্রতিমন্ত্রীর কাছে আবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:৩০ AM , আপডেট: ২২ জুলাই ২০২০, ০৮:৩০ AM
প্রাথমিকে প্যানেল নিয়োগের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেছে নিয়োগ প্রত্যাশীরা। মঙ্গলবার (২১ জুলাই) প্রতিমন্ত্রী বরাবর তারা এই লিখিত আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিকে অধিক সংখ্যক শুন্য পদ থাকা সত্ত্বেও মাত্র ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। উচ্চ আদালতে মামলার কারণে প্রায় ৪ বছর সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল। সেশন জটের কবলে পরে আমরা চাকরিতে প্রবেশের সময় কম পেয়েছি। যার কারণে আমাদের অধিকাংশেরই বয়স প্রায় শেষ হয়ে গেছে।
তারা বলছেন, আমাদের এই নিয়োগটিই বয়স শেষ হওয়া প্রার্থীদের একমাত্র অবলম্বন ছিল। চাকরি না হওয়ায় আজ আমরা শিক্ষিত বেকারত্বের অভিশাপে দিশেহারা হয়ে দেশের ও পরিবারের বোঝা হয়ে দাড়িয়েছি।
করোনা পরিস্থিতির কারণে প্রাথমিকে যে শিক্ষার ক্ষতি হয়েছে তা করোনা পরবর্তী সময়ে এই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুততম সময়ে শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলে নিয়োগই একমাত্র কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।