শিক্ষার্থীদের বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেয়া হয়নি— প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  © লোগো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা প্রদান করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (৮ জুন) অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও সংক্রমণ প্রতিরোধে সকল নির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার্থীরা যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, ‘ঘরে বসেই শিখি’ পাঠে এ অংশগ্রহণ ও বাড়ির কাজ সম্পাদন করাসহ লেখাপড়ায় মনোযোগী থাকে সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপদে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ