১০ মে ২০২০, ১৩:২৪

প্রধানমন্ত্রীর তহবিলে ২৩ কোটি ৩৯ লাখ টাকা দিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

  © লোগো

 

বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি ৩৯ লাখ টাকা প্রদান করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর সংস্থাসমূহ। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে এই চেক তুলে দেন করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: ফসিউল্লাহ্ও উপস্থিত ছিলেন। 

জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর সংস্থাসমূহের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণ বৈশাখী ভাতার ২০% হিসেবে এসব টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।