২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও ৬৪ দিন, তালিকা দেখুন
২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (২৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, এ বছর মোট ছুটি রয়েছে ৬৪ দিন। এরমধ্যে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোট ১৯ দিনের।
এর আগে গত বছর ২০২৫ সালের বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন। সেই হিসাবে ২০২৬ সালে ছুটি কমেছে ১২ দিন।
২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটির মধ্যে আরও রয়েছে পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন; দূর্গাপুজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন; শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন বন্ধ রাখা হবে।