শিক্ষকদের একাংশের কর্মবিরতির মধ্যেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরেক দলের
বেতন বৃদ্ধি ও গ্রেড জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যখন বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন তখন শিক্ষকদের আরেকাংশ একই দাবিতে স্কুলে ‘তালা ঝোলানোর’ কর্মসূচি দিয়েছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে মঙ্গলবারও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। তারা কয়েক দিন আগে দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলন করেছেন। পরে একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন।
এদিকে একাদশ গ্রেডে বেতন, উচ্চগ্রেডের জটিলতা নিরসন ও সহকারী শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করা প্রাথমিকের শিক্ষকদের বারোটি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ অনুসারীরা বুধবারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার থেকে স্কুলে তালা ঝোলানোর হুমকি দিয়েছেন।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান মঙ্গলবার বলেন, “ঐক্য পরিষদ সোমবার রাতে ভার্চুয়ালি সভা করে এ কর্মসূচি ঘোষণা করেছি। সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
“এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সব সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক বন্ধুদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। নিজেদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মর্যাদা বৃদ্ধি করার দায়িত্ব আমারই। তাই আসুন কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। যারা শিক্ষকদের দাবি আদায়ে রক্ত এবং জীবন দিয়েছেন তাদের ঋণ শোধ করার নয়। যারা ইতিপূর্বে সাহসিকতার সাথে কর্মসূচি পালন করেছেন, তাদের প্রতি ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে একাদশ গ্রেডে বেতনের আশ্বাস বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি চলছে। এদিকে একাদশ গ্রেডে বেতনের দাবিতে গতসপ্তাহের রোববার ও সোমবার অর্ধদিবস এবং মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ অনুসারীরা।