প্রাথমিকের পাঁচ পদে নিয়োগে দিতে হবে পুলিশ প্রতিবেদন, ছক প্রকাশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঁচ পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশি প্রতিবেদন জমা দিতে হবে। এ জন্য নির্ধারিত ছক প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে এটি পূরণ করে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রার্থীদের।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫টি ক্যাটাগরির ১৬৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা গত ১৬ নভেম্বর তারিখে প্রকাশ করা হয়েছে। উক্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের স্ব স্ব পুলিশ প্রতিবেদন প্রয়োজন।
পদগুলো হলো, সহকারী লাইব্রেরিয়ান-কাম- ক্যাটালগার, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও ভান্ডাররক্ষক।
আরও পড়ুন: ফের আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের, অনিশ্চয়তায় প্রাথমিকের ফাইনাল পরীক্ষা
আগামী ২৭ নভেম্বরের মধ্যে স্বহস্তে পূরণকৃত পুলিশ প্রতিবেদন ছক আবশ্যিকভাবে ‘মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা-১২১৬’ ঠিকানায় প্রেরণ বা জমা নিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, পুলিশ প্রতিবেদন ছক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করা যাবে।
পুলিশ প্রতিবেদন ছক দেখতে এখানে ক্লিক করুন।