প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি সুযোগ বিজ্ঞানের শিক্ষার্থীদের, যে ব্যাখ্যা দিল অধিদপ্তর
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনী অনুযায়ী, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হয়েছে। একইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া বাকি পদগুলোতেও অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের সাথে বিজ্ঞানের শিক্ষার্থীরা নিয়োগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য মোট ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে, আর বাকি ৮০ শতাংশ পদ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতকদের জন্য।
শিক্ষক নিয়োগে বিজ্ঞানের শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকে গণিত ও বিজ্ঞান শিক্ষক নিয়োগের জন্য আলাদা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। বর্তমান বিশ্বে শিক্ষা ক্রমেই বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিজ্ঞানের শিক্ষার্থীরা সাধারণত গণিত, বিজ্ঞানবিষয়ক চিন্তাধারা ও পর্যবেক্ষণ ক্ষমতায় কিছুটা এগিয়ে থাকে—যা শিশুদের প্রাথমিক স্তর থেকেই সঠিক দিকনির্দেশনা দিতে সহায়তা করতে পারে। আর বাকি বিষয়গুলো তো সবাই পড়াতে পারবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ কোনোভাবেই অন্য বিভাগগুলোর শিক্ষার্থীদের প্রতি বৈষম্য তৈরি করার উদ্দেশ্যে নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নত করা।
এর আগে, গত ২৮ আগস্ট প্রকাশিত নিয়োগ বিধিমালায় বলা হয়, এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা, তন্মধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা এবং ৮০% পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে’।