প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ নামে এ নতুন বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর ফলে পূর্বের ২০১৯ সালের বিধিমালা এখন থেকে বাতিল বলে বিবেচিত হবে।
নতুন বিধিমালা অনুযায়ী, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয়ে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
লিখিত পরীক্ষার সময়সীমা হবে ৯০ মিনিট। এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪৫, যা মোট নম্বরের ৫০ শতাংশ। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে ৫ নম্বর পেতে হবে পাসের জন্য।
নতুন নিয়ম অনুযায়ী, আগামীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় ১৩ হাজার ৫০০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।