প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে ৫ দিন যে খাবার দেওয়া হবে
১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে ৫ দিন (স্কুল কর্মদিবসে) পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (৪ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সপ্তাহে ৫ দিন (রবিবার থেকে বৃহস্পতিবার) প্রাথমিকের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন খাবার দেওয়া হবে। তালিকা অনুযায়ী-রবিবার (বনরুটি ও সিদ্ধ ডিম); সোমবার (বনরুটি এবং ইউএইচটি দুধ); মঙ্গলবার (ফটিফাইড বিস্কুট এবং স্থানীয় মৌসুমি ফল/কলা); বুধবার (বনরুটি এবং সিদ্ধ ডিম); বৃহস্পতিবার (বনরুটি এবং সিদ্ধ ডিম)।
মতবিনিময় সভায় বলা হয়, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা অর্জনে সহায়তা করা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়নের লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৩.১৩ মিলিয়ন শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন (স্কুল কর্মদিবসে) পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।