প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মঞ্জুর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক  ড. এ এফ এম মঞ্জুর কাদির
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২০ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে এ এফ এম  মঞ্জুর  কাদিরকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিদ্যালয় শাখা) হিসেবে নিয়োজিত ছিলেন। প্রায় ৩ বছর ধরে তিনি এ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ড. এ এফ এম মঞ্জুর  কাদিরের জন্মস্থান রংপুরে। তিনি রংপুর কারমাইমেল কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। পড়ালেখা শেষ করে ১৯৮৮ খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরিরত অবস্থায় তিনি ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি পাবনায় জেলা প্রশাসক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, লোক প্রশাসনের অধিদপ্তরের পরিচালক, জাতীয় গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 


সর্বশেষ সংবাদ