০১ জানুয়ারি ২০১৯, ১২:০০

শিক্ষাক্ষেত্রে সরকারের মনোযোগ বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে অতিথিরা  © কন্ট্রিবিউটর

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের যে মনোযোগ তা সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনিবার্যকারণ বশতঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে ফোনে তিনি বক্তব্যে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।  এসময় তিনি উৎসবে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে প্রতি বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে সকরকারের যে মনোযোগ তা সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে।

তিনি বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পড়াশুনায় আরও মনযোগী হবে এবং সরকারের আকাঙ্খা পূরণ করবে। দেশকে স্বাবলম্বী করার জন্য এসব শিক্ষার্থী আগামীতে নেতৃত্বে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ উৎসবের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষবিদ অধ্যাপক জাফর ইকবাল, কথা সাহিত্যিক আনিসুল হক এবং জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান।

অতিথিরা নতুন বই তুলে দিচ্ছেন।  ছবি: জোবায়ের মিয়াজী

জানা যায়, ২০১৯ সালের শিক্ষাবর্ষে ৫০৮টি উপজেলার প্রাথমিক স্তরে ১ লক্ষ ৩৪ হাজার ১৪৭টি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ৩৯ লক্ষ ৬৫ হাজার ১৫১ জন শিক্ষার্থীর মাঝে যথাক্রমে ৩৪ লক্ষ ২৮ হাজার ১০টি আমার বই ও অনুশীলন খাতা, ৯ কোটি ৮৮ লক্ষ ৯৯ হাজার ৮২৪টি পাঠ্যপুস্তক বই বিতরণ করা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠির আওতাভুক্ত প্রাক-প্রাথমিক এবং ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সর্বমোট ২ লক্ষ ৭৭ হাজার ৬৮টি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে।