তালিকা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের

আওয়ামী লীগ সরকারের সময় প্রাথমিক স্কুলে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকার উদ্যোগ নিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৫ আগস্ট) অধিদপ্তরের যুগ্মসচিব মো. লুৎফর রহমানের সই করা চিঠিতে এ তথ্য জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যন্ত কত সংখ্যক শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে কর্মরত আছেন, তার তালিকা প্রয়োজন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন, সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে নিয়োগ শাখার ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
ই-মেইল ঠিকানাটি হলো- ad.recruitdpe@yahoo.com। এই ঠিকানায় এক্সেল ফরম্যাটে সফট কপি ও পিডিএফ কপি মেইল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

‘জনাব উপদেষ্টা, শুধু প্রস্তর যুগে কেন? মাজারে হামলার যুগেও স্বাগতম’

পিএসসি সংস্কারসহ ১১ দাবিতে চাকরিপ্রত্যাশীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নতুন এন্টিসেপটিক মাউথওয়াশের মোড়ক উন্মোচন করল হামদর্দ
