সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রামের অনলাইন ডাটাবেজ চালু
সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রামের অনলাইন ডাটাবেজ চালু
কম খরচে ও সহজে সেকেন্ড চান্স এডুকেশনের তথ্য সন্নিবেশ ও সংরক্ষণের উদ্দেশ্যে অনলাইন ডাটাবেজ সিস্টেম চালু করা হয়েছে। এ ডাটাবেজ সবার জন্য উন্মূক্ত থাকবে। গতকাল সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম-এর অনলাইন ডাটাবেজ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তররের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পিইডিপি-৩ এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেন। এ কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাক, ঢাকা আহ্ছানিয়া মিশন ও সেভ দ্য চিলড্রেন-এর সাথে জয়েন্ট ভেঞ্চার পার্টনারশীপ-চুক্তিবদ্ধ হয়।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসের বিদ্যালয় বহির্ভূত ৮-১৪ বছর বয়সী এক লক্ষ শিশুকে প্রাথমিক স্তরের পড়া লেখা শেখানোর জন্য এ কার্যক্রমটির প্রথম ফেজ পরীক্ষামূলকভাবে শুরু করা হয়। পরীক্ষামূলক এ কার্যক্রম ঢাকা’র উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্ট্রগ্রাম সিটি কর্পোরেশন, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং গাইবান্ধা জেলায় ৩৭টি উপজেলা/থানায় বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এনজিওদের দ্বারা বহুল ব্যবহৃত ও পরীক্ষিত ৪টি বিকল্প শিক্ষা মডেল (এবিএএল, কোহোর্ট, মাল্টিগ্রেড এবং শিখন রুরাল মডেল) এর মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে সম্মতি প্রকাশ করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জুলাই থেকে নতুন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) এই কার্যক্রমকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবেন।