১৪ অক্টোবর ২০২০, ১১:৪০

নুরের প্রচারকৃত স্ক্রিনশটের কড়া প্রতিবাদ খোকনের

আলোচিত স্ক্রিনশট এবং আশরাফুল আলম খোকন  © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের একটি কথিত স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে নুরুল হক নুরকে একটি টকশোতে কথা বলতে দেখা যায়। নিচে মন্তব্যে লেখা, ‘নুরুতো ধর্ষক। ও কতো টাকা দিয়ে এইখানে আসছে??’ স্ক্রিনশটে দেখানো হয়েছে, মন্তব্যটি করা হয়েছে আশরাফুল আলম খোকনের নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।

তবে এই স্ক্রিনশটের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আশরাফুল আলম খোকন। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ‘স্ক্রিনশট বানানোর টেকনিক অনেক পুরোনো। আমার নামে একটি স্ক্রিনশট বানিয়ে ছড়াচ্ছে জামাতিদের একটি ছাত্র সংগঠন। আমি নাকি চ্যানেল আইয়ের টকশোতে একটি কমেন্টে নুরুকে ধর্ষক বলেছি। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরির ষড়যন্ত্রের বিরুদ্ধে লিখে আমি নাকি মহা অপরাধ করেছি। রাম ছাগল আর কাহাকে বলে।’

পড়ুন: নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলা

তিনি লিখেছে, ‘জামাতি ব্যাকড এই ছাত্র সংগঠনের নেতারা গত ৩/৪ দিন যাবত লাইভে এসে আমার বিরুদ্ধে যা তা বলতেছে। অবশ্য এর আগেও টকশোতে, ফেসবুকে বহুবার বলেছে। আর তাদের ফলোয়ার্সদের কমেন্ট দেখলে মনে হয় না যে ওরা মানুষের পরিবেশে বড় হয়েছে। এইসব রামছাগলদের কথাবার্তা এক কান দিয়ে ঢুকলেও অন্য কান দিয়ে বের করে দেই। অনেকেই বলতে পারেন গুরুত্ব দেই না, এরপরও কেন লিখলাম।’

‘লিখলাম, কারণ আমি যদি ওখানে কমেন্ট করতাম তাহলে কি লিখতাম তা বলার জন্য। আমি তাকে ধর্ষণকারীর সহযোগি বলতাম। আমি তাকে শপথ ভঙ্গকারী লিখতাম। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী (যে কিনা আবার তার সংগঠনের কর্মী) সেই মেয়েটি তার (নুরুর) সহযোগিদের দ্বারা ধর্ষণের শিকার হয়ে ডাকসুর ভিপি নুরুর কাছে বিচার চেয়েছিলো। বিচারের পরিবর্তে নুরু তাকে ধমক দিয়েছে। বেশি বাড়াবাড়ি করলে পতিতা বানিয়ে দেবার হুমকি দিয়েছে। এর বিচার চাইতাম।’ যোগ করেন তিনি।

আশরাফুল আলম খোকন বলেন, ‘লাইভে এসে ধর্ষিতা অসহায় মেয়েটির চরিত্র নিয়ে সে প্রশ্ন তুলেছে। এর বিচার চাইতাম। এ বিষয়ে সাংবাদিক তাকে প্রশ্ন করলে সে ঐ সাংবাদিককে শাসিয়েছে। এবং ওই সাংবাদিকের ফোন নাম্বার ফেসবুকে দিয়ে তার অনুসারীদের বলেছে, তারা যেন ফোন করে ওই সাংবাদিককে হেনস্তা করে। এবং ওরা তাই করেছে। এই অসভ্যতার বিচার চাইতাম। সর্বোপরি ডাকসু ভিপির মতো পবিত্র একটি পদকে সে কলংকিত করেছে এর বিচার চাইতাম।’

তিনি আরো বলেন, ‘আর নুরুর টকশো দেখার এতো সময় কই। এর আগে রুহুল কবির রিজভী সাহেবও আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন, ওইটা নিয়েও কোন কথা বলিনি। কারণ তিনি রাজনৈতিক ভাষায় বলেছেন। নুরুদের মত ছাগলামি করেননি।’