রাজনীতিতে নুরু কোনো ‘ফ্যাক্টর না’

এসএম কামাল ও নুরুল হক নুর
এসএম কামাল ও নুরুল হক নুর

রাজনীতিতে নুরুল হক নুর কোনো ‘ফ্যাক্টর না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। সোমবার চ্যানেল আইয়ের টক শো’ টু দ্যা পয়েন্টের নির্ধারিত আলোচনায় এই কথা বলেন তিনি।

এসএম কামাল বলেন, আওয়ামী লাগ মাহমুদুর রহমানকে যখন ভয় পায় না, তখন নুরু তো কোনো ফ্যাক্টর না। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি ছিলেন; কিন্তু তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন না। তবে নেতা ছিলেন মান্না ভাই। তিনি সবার আইডল ছিলেন। কিন্তু সেই মান্না আজ নারী নির্যাতন মামলার আসামীর (নুর) জন্য কাজ করছে। তিনি বলেন, ধর্ষক, ধর্ষকই।

জবাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, নুরুর নামে ধর্ষণ মামলা নেই। ধর্ষণ মামলা অন্য দুজনের বিরুদ্ধে হয়েছে। নুরের নামে আইসিটি আইনে অন্য মামলা হয়েছে, হতেই পারে। আমি নুরের দাবির সমর্থনের সমাবেশে অংশ নিয়েছি। সেখানে কিন্তু সরকারের পদত্যাগের কোনো কথা উঠেনি।

তিনি বলেন, আমি নুরুর সঙ্গে কোন জোট বাধিনি, নুরও আমার সঙ্গে জোট বাধেনি। তারা তাদের সংগঠন করছে। অথচ ইতোমধ্যেই তাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে।

সভার এক পর্যায়ে এসএম কামাল বলেন, মানুষ এক সময় মনে করেছিল, আওয়ামী লীগের বিকল্প হিসেবে ড. কামাল হোসেনের নেতৃত্বে যে জোট হয়েছে; সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক শক্তি ছিল। কিন্তু যখন ২০ জামায়াত নেতাকে মনোনয়ন দেয়া হয়; তখন মানুষ ঘুরে দাঁড়ায়। মাহমুদুর রহমান মান্না তখন ঘরে বসে ছিলেন।


সর্বশেষ সংবাদ