আমাদের পুলিশবিদ্বেষী ভাববেন না: রাশেদ খাঁন
গ্রেফতারকৃত কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সোমবার দুপুরে শাহবাগে আটককৃতদের মুক্তি ‘নিখোঁজ’দের সন্ধানের এই সমাবেশ হয়।পরে প্রেসক্লাব অভিমুখে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এতে ছাত্র অধিকারের নেতাকর্মী ছাড়াও গ্রেফতারকৃত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, আমাদের সংগঠনের চারজন নেতাকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে। পুলিশ আটক করেছে সেটাও স্বীকার করেনি, তাহলে তারা কোথায়? রাশেদ বলেন, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এমন নিষ্ঠুর কাজ কখনো কাম্য নয়। স্বাধীন দেশ বলা হলেও আমরা প্রকৃতপক্ষে স্বাধীন নয়। অবিলম্বে নেতাকর্মীদের আমাদের কাছে পৌঁছে দিন, এমন হীন কাজে মেতে উঠবেন না।
রাশেদ খান বলেন, আমাদের পুলিশ-প্রশাসনের সবাই খারাপ না। অনেক মানবিক পুলিশ দেখি। কিন্তু গুম, খুন, নির্যাতনের সঙ্গে যারা জড়িত আমরা তাদের সমালোচনা করতেই পারি। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের পুলিশবিদ্বেষী ভাববেন না, আমাদের সুন্দর বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন।