শুধু আইন কঠোর করলেই ধর্ষণ বন্ধ হবে না: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে আমরা অত্যন্ত উগ্বিগ্ন। যেভাবে আমাদের দেশে নানা পর্যায়ে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি, শুধু আইন কঠোর করে বা আইনের কঠোর প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না। এটির জন্য আমাদের মানুষের মনোজগতের পরিবর্তন প্রয়োজন।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের ছয় জন জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তথা যেগুলো বিনোদন প্ল্যাটফর্ম আছে সেখানে অনেক কিছু থাকে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোর বা তরুণরা নানাভাবে পর্নসাইট থেকে নানা জায়গায় প্রবেশ করতে পারে। ইতোমধ্যে সরকার অনেকগুলো পর্নসাইট বন্ধ করেছে। আর এগুলো দেখে আমাদের ছেলে মেয়েরা প্রভাবিত হয়। আজকে যে ঘটনাগুলো ঘটছে এটি একটি বড় কারণ।
তিনি বলেন, ইদানীংকালে অনেক অপরাধীকে যখন পুলিশ গ্রেফতার করছে তখন তারা স্বীকার করেছে। কি বলেছে তারা টেলিভিশনে সিরিয়াল দেখে এই ঘটনা ঘটানোর কৌশল রপ্ত করেছে। ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে এগুলো দেখে তারা উৎসাহিত হয়েছে। এগুলো চেয়ে খারাপ দিক তথা এগুলো বেশি করে তুলে ধরা প্রয়োজন।
এসব বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত আছে জানিয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের কনটেন্ট বিষয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি খুব সহসা রিপোর্ট দেবে। এই প্লাটফর্ম কিন্তু বেশিরভাগই বিদেশি। তারা আমাদের দেশে ব্যবসা সফল হওয়ার জন্য এমন এমন কনটেন্ট আপলোড করে যেগুলো আমাদের কিশোর তরুণদেরকে ধাবিত করছে।