জামায়াত নেতার মাইক্রোফোন হাতে ছাত্র ইউনিয়ন, লজ্জাজনক বলল ছাত্রলীগ
রাজধানীর শাহবাগে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনে জামায়াত নেতার উপস্থিতি এবং তার বক্তব্য দেয়াকে কন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে। এ আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেছেন, বামসংগঠনগুলোর কর্মসূচিতে জামায়াত নেতার উপস্থিতি ও বক্তব্য দেয়া ছাত্র সংগঠনগুলোর জন্য লজ্জাজনক।
আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের লিডারশীপ ওরিয়েন্টশন প্রোগ্রামে লেখক বাম সংগঠনের সমাবেশের সমালোচনা করেছেন।
লেখক ভট্টাচার্য বলেন, শাহবাগ মোড়ে বসে আন্দোলনের নামে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য পায়তারা শুরু হয়েছে। সেখানে প্রগতিশীলতার পতাকা উড়িয়ে চলা ছাত্র ইউনিয়নকে দেখেছি জামায়াত নেতার বক্তব্যে মাইক্রোফোন ধরে রেখেছেন। তিনি ধর্ষণবিরোধী আন্দোলনে সরকারবিরোধী বক্তব্য দিচ্ছেন। এটা ছাত্র সংগঠনের জন্য একটা লজ্জাজনক।
সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে মাঠে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। গত সোমবার শাহবাগে ছাত্র ইউনিয়ন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তৃতা দিতে দেখা গেছে জামায়াতের বি টিম হিসেবে পরিচিত আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির যুগ্ন আহ্বায়ক আব্দুল ওহাব মিনারকে।
লেখক বলেন, বাংলাদেশে যখন জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তখন তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের মাধ্যমে এবি পার্টি খুলেছিল। সেই এবি পার্টির যুগ্ম আহবায়ক শাহবাগ চত্বরে এসে ধর্ষণের বিরুদ্ধে করা আন্দোলনে সরকারবিরোধী বক্তব্য দিচ্ছেন। সে বক্তৃতার মাইক ধরে রেখেছে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়।
ছাত্র ইউনিয়নের আদর্শ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন লেখক। তিনি বলেন, আমরা মনে করি আপনারা আগে নিজেদের অবস্থান পরিস্কার করেন। আপনারা কি ধরনের প্রগতিশীলতার চর্চা করেন। নাকি ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে যারা এ বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে জঙ্গিবাদ-সন্ত্রাসের মাধ্যমে গ্রাস করতে চায় তাদের সাথে মিশে গেছেন- এ প্রশ্নটি আপনাদের কাছে রাখা থাকলো।
লেখকের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অনিক বলেন, আব্দুল ওহাব মিনার সমাবেশে যোগ দিয়ে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেননি। কিন্তু, রাতের বেলা যখন এবি পার্টির ফেইসবুক পেজে তার বক্তৃতার ভিডিও আপলোড করা হয় তখন আমরা জানতে পারলাম তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক। আন্দোলনে যোগ দেয়া অনেককেই তারা চেনেন না বলেও জানান তিনি।