নোয়াখালীর ঘটনা নিয়ে এবার হেফাজতের হুশিয়ারি
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে গোটা দেশ উত্তাল হয়ে উঠতে পারে বলে হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ হুশিয়ারি দেন। বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
হেফাজত মহাসচিব বলেন, সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নোয়াখালীর এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এ ঘটনার বিবরণ শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে! বর্বরোচিত কায়দায় এভাবে কোন মা-বোন নির্যাতনের শিকার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না।
আল্লামা বাবুনগরী বলেন, এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লম্পটদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি তা বড়ই দুঃখজনক। অবহেলার এ দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না।
তিনি বলেন, দেশে একের পর ধর্ষণের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। যার দরুন ধর্ষণ আজ মহামারির আকার ধারণ করেছে।
জুনায়েদ বাবুনগরী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীর বর্বোরোচিত ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এর প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠতে পারে।
এদিকে সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সম্মিলিত ছাত্র-জনতা। ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ এ স্লোগানে শাহবাগ মোড়ে জড়ো হওয়া গণজমায়েত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবি উঠেছে।সোমবার দুপুর ১২টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়ে এখনও চলছে। এতে বিপুল সংখ্যক জনতা অংশ নিয়ে ধর্ষকদের শাস্তির দাবি করেছেন।
গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জে নিজ ঘরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে আসামিরা। তারা এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করে। গত এক মাস ধরে এ ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল আসামিরা। প্রস্তাবে রাজি না হওয়ায়, ঘটনার ৩২ দিন পর গত রবিবার দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেয় তারা। পরে ঘটনাটি সবার নজরে আসে।
এ ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে রবিবার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ (৩৫)।
উল্লেখ্য, মামলার পর প্রধান আসামিসহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে রোববার আব্দুর রহিম (২২) ও মো. রহমত উল্যাহ নামে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।