‘মেয়েকে সুশিক্ষা দিন, ধর্ষণ বন্ধ হবে’

এমএলএ সুরেন্দ্র সিং
এমএলএ সুরেন্দ্র সিং  © ফাইল ফটো

ভারতের উত্তরপ্রদেশে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ২০ বছর বয়সী দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যু নিয়ে বিক্ষোভের মধ্যেই প্রদেশটির বিজেপিদলীয় এক এমএলএ বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলছেন, ‘পরিবার যদি তাদের মেয়েকে সঠিক শিক্ষা দেয় ও সংস্কার শেখায়, শুধু তাহলেই ধর্ষণের ঘটনা বন্ধ করা যাবে।’

উত্তরপ্রদেশ রাজ্যের বালিয়া এলাকা থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ সুরেন্দ্র সিং বলেছেন, ‘মেয়েকে ভালো শিক্ষা দেয়া ও সাংস্কৃতিক আবহে বড় করে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব।’

এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী মোদি নেতৃত্বাধীন বিজেপির এই নেতা শনিবার বলেন, ‘এমএলএ ছাড়াও আমি একজন শিক্ষক। সুশাসন কিংবা তলওয়ার নয় সঠিক সাংস্কৃতিক আবহের মাধ্যমেই এমন ঘটনা (ধর্ষণ) বন্ধ হতে পারে। এটা আমার ধর্ম, সরকারের ধর্ম, কিন্তু পরিবারেরও ধর্ম।’

গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ফুটেজে তাকে আরও বলতে শোনা যাচ্ছে, ‘সরকার নারীদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পরিবারকেও তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সাংস্কৃতিক শিক্ষা ও সরকার মিলে সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।’

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘এটাকে (উত্তরপ্রদেশে) মানুষ রামরাজ্য বলা সত্ত্বেও এরকম একটি স্থানে ধর্ষণের ঘটনা কীভাবে এত বাড়ছে?’ সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বিজেপি নেতা এসব কথা বলেন।

বিতর্কিত মন্তব্যা করার জন্য এই বিজেপি নেতা বেশ পরিচিত। ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসেকে নিয়ে গত বছর তিনি বলেন, ‘নথুরাম দেশদ্রোহী ছিল না। তার মতে, নথুরাম ভুল বরে গান্ধীকে হত্যা করেছে। এ বছরের শুরুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তিনি ‘নিষ্ঠুর হৃদয়ের নারী’ বলেন।

এনডিটিভি জানায়, উত্তরপ্রদেশের হাথরসে নির্মমভাবে ধর্ষণের শিকার হয়ে দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যু নিয়ে যখন কংগ্রেসসহ বিরোধীদলগুলো উত্তরপ্রদেশে বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের সমালোচনায় সরব, মানুষ যখন ক্ষুব্ধ, তখন বিতর্কিত এমন মন্তব্য করলেন দলটির একজন নেতা।


সর্বশেষ সংবাদ