চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন ফারুক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৯ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৯ PM
অভিনেতা ও ঢাকা- ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক গত এক মাস ধরে জ্বরে ভুগছেন। এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। আগামী রবিবার তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানান, ফারুক ভাই এমনিতে শারীরিকভাবে ঠিক আছেন। সুস্থ আছেন। এর আগে সঠিক ডায়াগনোসিস না করে তাকে ওষুধ দেয়া হয়েছিলো, কিন্তু এখন সব ঠিকাছে। তবে তিনি নিয়মিত চিকিৎসা সেবা নেন সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে। মানসিক স্বস্তির জন্য তিনি সেখানে যেতে চাইছেন।
জায়েদ খান জানান, ভাবী (ফারহানা ফারুক) আমাকে জানিয়েছেন, সিঙ্গাপুর হাসপাতাল থেকে অনুমতি পেলেই তারা সেখানে যাবেন। তারা এখন অর্ডার পেপারের জন্য অপেক্ষা করছেন। সেটা হলে এই সপ্তাহের যে কোনো দিন তারা সিঙ্গাপুর যাবেন।
কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ধারণা করা হচ্ছিল, তিনি করোনায় আক্রান্ত। তবে বেশ কয়েক দফায় করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে তার। তখন বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় গত ২৬ আগস্ট বাসায় ফিরেন তিনি।
ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ আগস্ট তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এবারও করোনা ফল নেগেটিভ আসে তার। পাশাপাশি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। সবকিছুর ফলাফল নেগেটিভ আসে।