করোনা: প্লাজমা দেবেন রুমিন ফারহানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৭:১৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২০, ০৭:১৮ PM
করোনাভাইরাসের চিকিৎসায় যে কয়টি পদ্ধতি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এর অন্যতম প্লাজমা থেরাপি। করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হলে তার রক্তের প্লাজমা চিকিৎসকরা কভিড সংক্রমিতদের চিকিৎসায় ব্যবহার করেন। এবার করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দেবেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (২৫ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক বার্তায় এ তথ্য জানান।
আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে প্লাজমা দান করবেন তিনি। এ সময় উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
উল্লেখ্য, গত ১২ আগস্ট দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রুমিন ফারহানা। গেল সোমবার গণমাধ্যমকে জানান তিনি করোনা মুক্ত।