২০ জুলাই ২০২০, ১৭:১১

বিতর্কিত ব্যক্তিদের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহারের দাবি

  © টিডিসি ফটো

জন্মশতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চলতি বছরে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুকে এই ডিগ্রি প্রদানের আগে পাকিস্তান আমলের তিন শাসক খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও আইয়ুব খানকে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ।

এই দাবিতে আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন। এছাড়া বক্তব্য রাখেন ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য। উপস্থিত ঢাকা মহানগর উত্তর শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আহমেদ হাসনাইন, যাত্রাবাড়ী থানার সংগ্রামী সভাপতি শেখ মাসুদ, চকবাজার থানা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীন প্রমুখ।

এসময় সনেট মাহমুদ বলেন, আগামী ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের দাবি হচ্ছে, বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার আগে তিন কুখ্যাত পাকিস্তানি শাসক খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও মুহাম্মদ আইয়ুব খানকে এই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রি প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বপ্রাচীন ও অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত মোট ৫২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। যাঁদের ডিগ্রি দেওয়া হয়েছে, তাঁরা রাষ্ট্র ও সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু পাকিস্তান আমলের নয়জনের মধ্যে তিনজনকে ডিগ্রি দেওয়া নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করছি। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রি বাতিল না করে বঙ্গবন্ধুকে ডিগ্রি দেওয়ার বিষয়টি যথাযথ হবে না।