১২ জুলাই ২০২০, ২২:২১
মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করেছে বেরোবি ছাত্রলীগ নেতা মারুফ
মুজিব শতবর্ষ উপলক্ষে তিন মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফ ভূঁইয়া।
তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। মারুফ ৩০টি চারা গাছ রোপণ করেছেন। এতে কাঠের গাছ এবং ফল গাছ রয়েছে।
মারুফ ভূঁইয়া বলেন, পরিবেশ বাঁচাতে গাছ অপরিহার্য তাই আমাদের প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিৎ। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনানুসারে ইনশাআল্লাহ সারা বাংলা সবুজে ছেয়ে যাবে।