লাদেনকে ‘শহীদ’ বলে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ইমরান খান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৩:০৩ PM , আপডেট: ২৬ জুন ২০২০, ০৩:০৩ PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির জাতীয় সংসদে দেয়া এক ভাষণে সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ওই মন্তব্যের পর পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খানের তীব্র সমালোচনা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্কের অবনতি বিষয়ে পাকিস্তানের সংসদে কথা বলার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ইমরান খান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাদের এক প্রতিবেদনে পাকিস্তানকে ‘আঞ্চলিকভাবে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী’র জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করার পর ওই প্রতিবেদনের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে আল কায়েদার শক্তি অনেক কমেছে বলে প্রতিবেদনে স্বীকার করা হলেও, আল কায়েদাকে ধ্বংস করার পেছনে পাকিস্তানের উল্লেখযোগ্য ভূমিকাকে উপেক্ষা করা হয়েছে প্রতিবেদনে।
জাতীয় সংসদে দেয়া ভাষণে ইমরান খান বলেন, মার্কিন সেনাবাহিনী যখন অ্যাবোটাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করে, তাকে শহীদ করে, তখন বিশ্বের সর্বত্র পাকিস্তানিরা খুবই বিব্রত বোধ করেছিলেন। এ সময় ইমরান খানের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা খোয়াজা আসিফবলেন, ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসবাদী ছিলেন। হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন তিনি। আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। আজ তাকেই কিনা শহীদ বলছেন প্রধানমন্ত্রী।
ওসামাকে নিয়ে ইমরান খানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো। তিনি টুইটারে লেখেন, ওসামাকে শহীদ বলে উল্লেখ করে সন্ত্রাসের প্রতি তোষণনীতির ইতিহাসকেই সমর্থন করেছেন ইমরান খান। তার সরকারের কার্যকালেই পেশোয়ার আর্মি পাবলিক স্কুলের হামলাকারীরা জেল থেকে পালিয়েছে। ড্যানিয়েল পার্লের হত্যায় যারা জড়িত ছিল, তারাও ইমরানের আমলেই রেহাই পেয়েছে। ইমরান সাপের গালেও চুমু খাচ্ছেন, ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন।