আমেরিকার নির্বাচনের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূতের জয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ জুন ২০২০, ০১:৫৪ PM , আপডেট: ১১ জুন ২০২০, ০১:৫৪ PM
আমেরিকার নির্বাচনের ইতিহাসে এই প্রথম এক বাংলাদেশি বংশোদ্ভূত জয়ী হলেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে নিয়োগ পেলেন নিনা আহমেদ। রাজ্য পর্যায়ের এটি সম্মানজনক পদ। এছাড়া পেনসিলভানিয়া রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং নারী অডিটর জেনারেল পদে নির্বাচিত হলেন।
নিনা আহমেদ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এ বিজয় আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িতদের বিজয়। তিনি বলেন, একজন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে আমি গর্বিত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমেরিকায় সদা সরব নিনা আহমেদ বলেন, আমেরিকায় কৃষ্ণাঙ্গসহ সংখ্যালঘুদের অধিকার আদায়ে এ বিজয় এক মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞানী নিনা আহমেদ একজন নারীবাদী ও প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর নিনা আহমেদকে ১১ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। নিনা আহমেদ অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন। তাকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব।
নিনা ও তার স্বামী আহসান ৩০ বছরের বেশি সময় ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। নিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় দেশে বেড়ে ওঠেন এবং ২১ বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি বলেন, আমেরিকান টেলিভিশনে অনুষ্ঠান দেখে দেখেই তার ইংরেজি উচ্চারণে উন্নতি হয়েছিল। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরে আণবিক জীববিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জন করেন।