১৫ মে ২০২০, ১৭:৩২

আজ মেয়রের চেয়ারে বসবেন তাপস

  © ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস। এতদিন এই সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। ১১ এপ্রিল সবশেষ নগর ভবনে দাপ্তরিক কাজ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত শেখ ফজলে নূর তাপস শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন বলে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শনিবার দুপুরে মেয়রের দায়িত্ব নেবেন। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন সাঈদ খোকন। তার করপোরেশনের প্রথম সভা হয় ১৭ মে। সে হিসেবে ১৬ মে তার মেয়াদ শেষ হয়েছে। এবারের নির্বাচনে মোহাম্মদ সাঈদ খোকনকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

তার জায়গায় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মনির ছেলে শেখ ফজলে নূর তাপসকে প্রার্থী করে আওয়ামী লীগ। চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।