৯২১ শিক্ষার্থীকে এগারো লাখ টাকা সহায়তা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ
করোনাভাইরাসের কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের আয়ের একমাত্র উৎস টিউশন এবং খন্ডকালীন চাকরি। আবার অনেক শিক্ষার্থীর পারিবারিক আয় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বিপাকে পড়া এসব শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
জানা গেছে, টিউশন ও খন্ডকালীন চাকরি হারানো দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২১ জন শিক্ষার্থী ১১ লাখ ২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেছে সংগঠনটি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০৭ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৬৮ হাজার ৩৬০ টাকা অর্থ সহায়তা দিয়েছে তারা।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩১৪ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২২ হাজার টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ জনকে ৮০ হাজার, ঢাকা কলেজের ১০২ জন ১ লাখ ৮ হাজার ৯৭৫ টাকা, ইডেন কলেজের ১৮ জনকে ১৩ হাজার ৭০০, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০ জনকে ২০ হাজার টাকা, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ জনকে ৩০ হাজার, তিতুমীর কলেজের ৩০ জনকে ২৪ হাজার টাকা এবং নেত্রকোনার ৫০ জন শিক্ষার্থীকে ৩৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে ছাত্র সংগঠনটি।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন জানান, সংগঠনের পক্ষ থেকে টিউশন এবং খন্ডকালীন চাকরি হারানো অসহায় দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ৯২১ জন শিক্ষার্থীকে ১১ লাখ ২ হাজার টাকা সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পাশে থাকবো আমরা।