১৩ এপ্রিল ২০২০, ১০:১৭

সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলছে অঘোষিত ‘লকডাউন’। এই অবস্থায় গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের জন্য সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা বিপ্লব মন্ডল সবুজ। সোমবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিনি এই সবজির দোকান ফ্রি করে দেন। 

প্রায় ২শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ১ কেজি টমেটো, ১ কেজি বেগুন, ১ কেজি ঢেঁরস, ১ কেজি কোরলা ও ১ কেজি করে কুমড়ো নিয়ে নেন।

এর আগে বিপ্লব মন্ডল সবুজ তার এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিপ্লব মন্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষদের কোন কাজ কর্ম নেই। তারা বেকার হয়ে পড়েছে। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষদের কথা চিন্তা করে আমি আমার সাধ্য মতো সহযোগিতা করে যাচ্ছি। অত্র উপজেলায় যারা বিত্তশালী আছেন আমি তাদেরকে কর্মহীন শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করছি।