স্প্রে ও মাস্ক নিয়ে মানুষের পাশে তিতুমীর কলেজ ছাত্র তানিম

  © টিডিসি ফটো

করোনাভাইরাস প্রতিরোধে রাস্তা-ঘাট, বাজার, বাসা-বাড়ি এবং ধর্মীয় উপাসনালয়ে জীবানুনাশক স্প্রে ছিটিয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র মো. তানিম খান। পাশাপাশি গ্রামের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার গাজীপুর কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে নিজ গ্রামে করোনা মোকাবেলায় এসব কার্যক্রম পরিচালনা করেন। তানিম একইসঙ্গে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।

তানিম খান বলেন, নোভেল করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ স্তম্ভিত। দুঃখ-কষ্টে জর্জরিত সাধারণ মানুষ। তারা আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরন করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবের জন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, আধুনিক কালীগঞ্জের রূপকার আমার প্রান প্রিয় নেত্রী মেহের আফরোজ চুমকি আপার কালীগঞ্জকে করোনা মুক্ত করার লক্ষে আমরা সর্বদা প্রস্তুত।


সর্বশেষ সংবাদ