দুই নগরপিতাকে খুঁজছেন আসিফ নজরুল

  © টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন মেয়রের কোন ভুমিকার দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার করোনা সঙ্কটে দুই নগরপিতার অবস্থান জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘‘মেয়ররা কোথায়? আচ্ছা কেউ কি জানেন ঢাকার মেয়ররা কোথায়? একজনকে সামান্য দেখা গিয়েছিল অনেকদিন আগে। আরেকজনকে একবারো দেখিনি, একবারো তার কথা শুনিনি করোনাকালে। নগরের এ মহাদুর্যোগে কোথায় দুই ‘নগরপিতা’?’’

সেখানে আলি হোসেন সবুজ নামে একজন ব্যবহারকারী আসিফ নজরুলের মত শংকা প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘‘এই ব্যাপারটা গত কয়েক দিন যাবত আমার মাথায় ঘুর পাক খাচ্ছে। এই মুহুর্তে নগরের যে অবস্থা আর নগর পিতার কোন খবর নাই। ব্যাপারটা কেমন জানি লাগছে।’’

এদিকে দেশে গত ২৪ ঘন্টায় মধ্যে নতুন করে আরও ৫৪ জন করোনাভাইরাসের আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ২১৮ জন। এছাড়া নতুন করে তিন জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা ২০ জনে দাড়িয়েছে।


সর্বশেষ সংবাদ