করোনা আতঙ্কে জনগণের পাশে মুক্তিযুদ্ধ মঞ্চ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৬:২৯ PM , আপডেট: ২৩ মার্চ ২০২০, ০৬:২৯ PM
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশেও করোনার প্রকোপ মহামারির রূপ নিচ্ছে। এ পরিস্থিতিতে দেশে আতঙ্কিত জনসাধারণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
সোমবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস সংকট মোকাবেলায় দেশব্যাপী জণগণের পাশে দাঁড়ানোর জন্য মুক্তিযুদ্ধ মঞ্চের সকল ইউনিটের উদ্দেশ্যে নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসের সংকট প্রশমিত করার লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে দেশ ও জাতির স্বার্থে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করে জনগণের পাশে দাঁড়াবে মুক্তিযুদ্ধ মঞ্চ। জনগণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব সৃষ্টিকারীদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়া দেশের ক্রান্তিলগ্নে সবাইকে মানববতার সেবায় নিয়োজিত হওয়ার পাশাপাশি করোনা সংকট মোকাবিলায় প্রশাসনের সকল কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদেরকে বিশেষভাবে আহবান করা হয়েছে।